রিহলাতার গল্প

হাড়িভাঙ্গা আম উত্তরবঙ্গের একটি বিখ্যাত আম । বিগত কয়েকবছর বাণিজ্যিকভাবে এই আমের চাষ হচ্ছে ব্যাপকভাবে । রংপুরের অর্থনীতিতে এই আম বেশ অবদান রাখছে।

আমরা বিগত কয়েকবছর থেকে নিজস্ব বাগান থেকে এই আম সরবরাহ করছি সারাদেশে । সারাবছর বাগানগুলোতে GAP (Good Agriculture Practice) এর প্রয়োগের মাধ্যমে নিরাপদ আম উৎপাদন করছি এবং সিজনে আমরা সারাদেশ ব্যাপী আমরা নিরাপদ প্রিমিয়াম কোয়ালিটির আম সরবরাহ করে থাকি। নিরাপদ আম সরবরাহ নিশ্চিত করতে আমরা সারাবছর কাজ করি।

রিহলাতা ইতিমধ্যে নিকটস্থ বিভিন্ন বাগানে বিনিয়োগ শুরু করেছে এবং কৃষকদের নিরাপদ ও প্রিমিয়াম কোয়ালিটির আম উৎপাদনের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে । রিহলাতা শুরু থেকে এখন অবধি হাজারের অধিক সম্মানিত কাষ্টমারের কাছে আম পৌছাতে সক্ষম হয়েছে। শুরু থেকে রিহলাতা বিশুদ্ধতা নিশ্চিত করে কাজ করে যাচ্ছে ।

আমরা স্বপন দেখি আমাদের বাগানলোতে উৎপাদিত আম আমরা সকল পর্যায়ের কাষ্টমারের কাছে পৌছাব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart